বেশকিছু দিন আগে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক-নায়িকা জিতু কমল আর দিতিপ্রিয়া রায়ের মাঝে বিতর্কের ঝড় উঠেছিল নেটপাড়ায়। যদিও প্রোডাকশন হাউসের সহযোগিতায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিয়ে মিটিয়ে নেয় তারা।
তবে ঝামেলা মিটে গেলেও কটাক্ষ কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। একদল দিতিপ্রিয়াকে ট্রোল করছেন তো কেউ জিতুর বিরুদ্ধে। তবে বেশিরভাগ সময় দিতিপ্রিয়াকে বেশি কটাক্ষের শিকার হতে হচ্ছে।
গতকাল অর্থাৎ ১০ ই আগস্ট অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের শুভ জন্মদিন ছিল। শহুরে কোলাহল পেরিয়ে বিলাসবহুল রিসর্টে নিজের প্রেমিকের সঙ্গে একান্তে জন্মদিন উদযাপন করেছেন দিতিপ্রিয়া। দুজনের ইনস্টাগ্রাম স্টোরি সেকথাই বলছে।
অন্যদিকে দিতিপ্রিয়ার জন্মদিনে শেয়ার করা হল একটি কুরুচিকর মিম। যা নজর এড়ায়নি দিতিপ্রিয়ার অনস্ক্রিন নায়ক জিতু কমলের। সেই মিম দেখা যাচ্ছে লেখা আচ্ছে “ভয়েস ম্যাসেজ লিক”। সেই ভয়েস ম্যাজেসে শুধুই শোনা যাচ্ছে দিতিপ্রিয়া ষ্টেজে ভাইরাল হওয়া গান কলঙ্কিনী রাঁধা।
ভক্তদের দের মিম একেবারেই ভালো লাগেনি জিতু। নিজের ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে জিতু লেখেন, ‘দয়া করে এমন অসম্মানজনক ভিডিও শেয়ার করবেন না। সবার আগে মহিলাদের সম্মান করা শিখতে হবে। যিনি ভুল করেছেন, তাঁকে ক্ষমা করে দিন।’