বুধবার আচমকাই শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জিতু কমল। বুকে ব্যাথা হওয়ার পাশাপাশি কাঁপুনি দিয়ে জ্বর আসায় তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। জিতুর চিন্তায় রীতিমতো অস্থির তার অনুরাগীরা। সহকর্মীরাও বেশ চিন্তিত অভিনেতাকে নিয়ে।
বাইপাস সংলগ্ন আরএন টেগর হাসপাতালে ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট সৌরেন পাঁজার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে জিতুর। বুধবার রাতেই ইসিজি করা হয় যার রিপোর্ট ভালো। বৃহস্পতিবার সকালে ইকো কার্ডিও, ইউএসজি করা হয়েছে। কিছু রক্তপরীক্ষাও করা হয়েছে। তবে সেগুলোর রিপোর্ট এখনও আসেনি।
জ্বর এখন কমেনি, তবে বুকে ব্যথাটা নেই। মাথায় যন্ত্রণাও আছে। তবে আচমকা কেন অসুস্থ হয়ে পড়লেন জিতু, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে অনস্ক্রিন বন্ধু ‘কিংকর’ অভ্রজিৎ চক্রবর্তী ফেসবুকে লিখেছেন, ‘রেগুলার দেখা না হলেই আমরা একে অপরের খোঁজ নেই, বিশেষ করে জিতু বলে কী ব্যাপার কিঙ্করের সাথে সিন হচ্ছে না, অভ্রদা গেল কই। আমিও ওর সাথে সিন না থাকলে বলি কি গো আমার সাথে সিন কই! একসাথে কত আলোচনা অভিনয় নিয়ে, ভালো পারফরমেন্স সামনে থেকে দেখা সব মিস করছি ভাই, তোর কাজের চাপ যা তাতে ওই একটু আধটু শরীর খারাপ হতেই পারে , মহাদেব আছেন তো। তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফের ভাই।’
Instagram-এ এই পোস্টটি দেখুন

