শুটিং সেটে ফেরার জন্য অস্থির জিতু! হাসপাতাল থেকে কবে ফিরছেন অভিনেতা?

জিতু কমল

দু-দিন আগেই সিনেমার শুটিং করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন জিতু কমল। বুকে ব্যাথা, কাঁপুনি দিয়ে জ্বর। আপাতত বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য সিংহ রায়। জানা যাচ্ছে বুকে ইনফেকশনের কারনেই অসুস্থ হয়ে পরেছেন জিতু।

বুকে ব্যাথা কমলেও বৃহস্পতিবারও জ্বর ছিল জিতুর। সঙ্গে মাথা যন্ত্রণা। ডায়েট মেনে চলে খাওয়া দাওয়া, নিয়মিত শরীরচর্চা করা সত্বেও জিতুর অসুস্থতার খবর শুনে চমকে গিয়েছেন অনেকেই।

এদিকে নায়ক ছাড়া সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে গোটা টিমকে। গল্পে আসছিল আর্য-অপর্ণার বিয়ের মতো গুরুত্বপূর্ণ ট্র্যাক। তার মাঝেই আচমকাই অসুস্থ নায়ক।

শুক্রবার অভিনেতার ম্যানেজার হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, আগামি এক-দু’দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে জিতুকে। এখনই স্পষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। চিকিৎসক সব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। ওদিকে শ্যুটিং সেটে ফেরার জন্য অস্থির অভিনেতাও। তবে তিনিও নিরুপায়। হাসপাতাল থেকে ছুটি পেলেই সোজা শ্যুটিং সেটে ফিরবেন জিতু।