টিআরপি-তে স্টার জলসা আর জি-বাংলার ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে। এক চ্যানেলের কলাকুশলীদের বিপরীত চ্যানেলের কলাকুশলীদের ধারাবাহিকের সাফল্যে প্রশংসা জানাতে দেখা যায় না। তবে এবার যেন ব্যতিক্রম ঘটল। তাও আবার সেটা করলেন পর্দার সকলের প্রিয় আর্য সিংহ রায় ওরফে অভিনেতা জিতু কমল।
জিতু বর্তমানে অভিনয় করছে জি-বাংলার ধারাবাহিকে। তার অভিনীত ধারাবাহিক টিআরপির ষষ্ঠ স্থানে রয়েছে। বিপরীতে লক্ষ্মী ঝাঁপিকে হারিয়ে স্লট লিড। তবে বাংলা টপার না হলেও বিপরীত চ্যানেলের বাংলার টপার নায়িকাকে শুভেচ্ছা জানালেন জিতু। যা সত্যিই প্রশংসনীয়।
বর্তমানে বাংলা সিরিয়ালের মধ্যে চিরদিনই তুমি যে আমার চর্চার তালিকায় প্রথমে সে আর বলার অপেক্ষা রাখে না। যদিও বেঙ্গল টপার হয়ে উঠতে পারেনি এখনো। তবে চলতি সপ্তাহে বাংলা সিরিয়ালে সেরা রাণী ভবানী-কে প্রশংসা জানালেন অভিনেতা।
রাণী ভবানীর নায়িকা অভিনেত্রীর রাজনন্দিনীর সাথে একটি পুরনো ছবি নিজের ফেসবুকে শেয়ার করে জিতু লিখলেন, “অভিনন্দন চিনিইইই…দ্য বেঙ্গল টপার গার্ল…আমি খুব খুশি..শিল্পী তো শিল্পীই হয়, কোন ব্যাপার না সে একজন টিভি শিল্পী বা বড় পর্দার শিল্পী, বা মঞ্চ শিল্পী।”
জিতু’র থেকে অভিনন্দন পেয়ে আপ্লুত রাজনন্দিনী। জিতু’র পোস্ট করা ছবির কমেন্ট বক্সে ছোটপর্দার রানী ভবানি লিখলেন, “ওহ! অনেক ধন্যবাদ… জিতু কমল দা… তোমার মতো একজন অবিশ্বাস্য সিনিয়র অভিনেতার কাছ থেকে এটা সত্যিই অসাধারণ… ধন্য।”