বয়স সবে মাত্র ১২। আর ১২ বছর বয়সেই ইন্ডাস্ট্রিতে পা রাখবেন সুপারস্টার জিতের মেয়ে নবন্য। ১২ ই ডিসেম্বর মেয়ের জন্মদিনেই তার প্রতিভার কথা সামনে আনলেন গর্বিত বাবা। তবে বাবার মতো অভিনয়কে পেশা হিসাবে বেছে না নিয়ে বরং গানের জগতকে পেশা হিসাবে গ্রহণ করলেন নবন্যা।
এখন থেকে গান লিখছে, সুর দিচ্ছে আবার গলাও মেলাচ্ছে জিতের মেয়ে। দোসর তুতো বোন কৃষা। মেয়ের এই প্রতিভাকে সকলের সামনে আনতে পেরে গর্বিত জিৎ। সোশ্যাল মিডিয়াতেই এবার সুখবর জানালেন অভিনেতা।
অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই ক্রিসমাস সন্ধ্যার জন্য তৈরি থাকুন। একটি সুন্দর গান তৈরি করেছে মাত্র ১২ বছরের দুই মেয়ে নবন্যা ও কৃষা। খুব তাড়াতাড়ি চমক আসতে চলেছে।’ এই খবর ছড়িয়ে পড়তেই নবন্যা শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
View this post on Instagram
TV9 বাংলাকে জিৎ বললেন, “ওর এই প্রতিভাকে সকলের সামনে আনতে পেরে আমার গোটা পরিবার আনন্দিত ও গর্বিত। এই দুই শিশুরই গানের প্রতি গভীর ভালবাসা। ওরা অনেক গানই তৈরি করেছে। যেহেতু এটা উৎসবের মরশুম, তাই আমরা স্থির করেছি ওদের গান দিস ক্রিসমাস ইভ প্রকাশ্যে আনব। যাতে ক্রিসমাসের দারুন ফ্লেভার রয়েছে। এটা দিয়ে ওদের যাত্রা শুরুটাই আমাদের ঠিক বলে মনে হয়েছে।”
সুত্রঃ tv9bangla . com