এই মুহূর্তে ‘টক অফ দ্য টাউন’ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক-নায়িকা জিতু কমল এবং শিরিন পাল। দিতিপ্রিয়ার জায়গায় অপর্ণা চরিত্রে এখন শিরিন। শুরুতেই তাদের কেমেস্ট্রি রীতিমত ঝড় তুলেছে।
তবে জানেন কি, পর্দায় অপর্ণা অর্থাৎ শিরিনের মনের মানুষ আর্য হলেও বাস্তবে অন্য কেউ। তিনিও একজন অভিনেতা। শিরিন পালের প্রেমিক অভিনেতা জিৎ সুন্দর। যিনি ধারাবাহিক ‘কম্পাস’- ধারাবাহিকে অভিনয় করছেন।
চারিদিকে জিতু আর শিরিনের রসায়নে বুঁদ দর্শক। পর্দায় নায়কের বাহুলগ্না বাস্তবের প্রেমিকা, বুকে ব্যথা হচ্ছে জিতের? অভিনেতার কাছে প্রশ্ন রাখেন আনন্দ বাজার। উত্তরে শিরিনের প্রেমিক অর্থাৎ জিৎ সুন্দর জানায়, “শিরিনের কাজ অভিনয় করা। ও সেটাই করছে। এতে ব্যথা কেন হবে? আমিও অভিনেতা। কোনটা অভিনয় আর কোনটা বাস্তব— বুঝি। বাকিদের থেকে আমাদের কাজের পার্থক্য এটাই, আমরা অভিনয় করি।”
অভিনেতা আরও জানান, “জানেন, আমরা একসঙ্গে বসে দৃশ্যগুলো দেখেছি। দু’জনের শুটিং শেষ হওয়ার পর। শিরিনের অভিনয় বেশ লেগেছে। আরও ভাল লেগেছে, জীতুদা ওকে ভীষণ আগলে রাখছেন। বড়দের থেকে আমরা এটাই আশা করি।”
জিৎ আরও জানায়, “শিরিন এসভিএফ প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ। প্রত্যেকে তাঁকে আগলে রাখছেন, যাতে তাঁকে কোনও সমস্যায় পড়তে না হয়।”
সূত্রঃ https://www.anandabazar . com/

