সদ্য একমাস হয়েছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন শ্রেয়া ভট্টাচার্য। গত ১২ ডিসেম্বর নিজে মুখে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন জয়জিৎ। জয়জিতের সঙ্গে ডিভোর্সের পর নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রেখেছিলেন শ্রেয়া।
কিন্তু সম্প্রতি শ্রেয়ার জীবনে বসন্তের নতুন হাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জল্পনা ছিল আগেই, সম্প্রতি শ্রেয়ার জন্মদিনের উদযাপনের পার্টি যেন সেই জল্পনাতেই সিলমোহর দিল। গায়ক ঈশান মিত্রের প্রেমে পড়েছেন শ্রেয়া?
শ্রেয়ার এবারের জন্মদিনটা প্রিয়জনদের সাথেই কাটালেন। সেখানে আমন্ত্রিতদের মধ্যে মধ্যমণি ছিলেন গায়ক ঈশান মিত্র। তাদের দুজনের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন। বলা যেতে পারে শ্রেয়া-ঈশানের ছবিগুলোই তাদের প্রেমের গুঞ্জনে আগুনের মধ্যে ঘি ঢেলেছে।
শ্রেয়া কেবল অভিনেতা জয়জিৎয়ের প্রাক্তন স্ত্রী হিসেবেই পরিচিত নন, বরং বিনোদন জগতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি। বর্তমানে একটি নামী মিউজিক সংস্থার উচ্চপদস্থ কর্মী হিসেবে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করছেন শ্রেয়া।
অন্দরের ফিসফাস কাজের সূত্রেই ঈশানের সঙ্গে শ্রেয়ার আলাপ। কিন্তু সেই আলাপ এখন কেবল রেকর্ডিং স্টুডিওর চার দেওয়ালে সীমাবদ্ধ নেই। শ্রেয়ার ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে বন্ধু হিসেবে ঈশানের পাশে থাকা এবং বর্তমানে তাদের এই বিশেষ মেলামেশা ইঙ্গিত দিচ্ছে যে, তাঁরা একে অপরের প্রতি বেশ সিরিয়াস।
যদিও এখন পর্যন্ত শ্রেয়া বা ঈশান, কেউই তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি, তবুও তাদের ঘনিষ্ঠদের আন্দাজ সম্পর্কটা এখন কেবল বন্ধুত্বর তকমায় আটকে নেই।
জয়জিৎ- শ্রেয়ার ছেলে যশোজিৎ ডিভোর্সের পর বাবার সঙ্গেই থাকে। আপতত কলেজে পড়াশোনা করছে। অভিনয়েও দক্ষ। কবিতা লিখতে ভালোবাসে যশোজিৎ। ডিভোর্সের প্রভাব ছেলের উপর পড়ুক চাননি জয়জিৎ। দু-বছর ধরে আলাদা থাকছিলেন শ্রেয়া-জয়জিৎ। গত মাসে তাঁদের ডিভোর্সে সিলমোহর পড়েছে।



