বিরাট দুর্ঘটনার কবলে জয়জিৎ! এখন কেমন আছেন অভিনেতা?

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

ভয়ঙ্কর বিপদের মুখোমুখি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার। বর্তমানে কেমন আছেন অভিনেতা? ঠিক কি ঘটেছিল অভিনেতার সাথে? সম্প্রতি বাবা,মা ও ছেলে যশজিতকে নিয়ে ভাইজ্যাক বেড়াতে গিয়েছিলেন জয়জিৎ। নিজেই গাড়ি চালিয়ে পাড়ি দিয়েছিলেন এই রোড ট্রিপে। আর সেখানেই বিরাট দুর্ঘটনা ঘটে যায় অভিনেতার সাথে।

ভাইজ্যাক থেকে ফেরার পথে ভয়ঙ্কর রকম অ্যাক্সিডেন্ট হয় অভিনেতার গাড়ির সাথে। এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে জয়জিৎ বলেন, “আমার গাড়ি আর একটি লরি দুটোই খুব স্পিডে চলছিল। হঠাৎ লরিটা এমনভাবে সাইড চাপে যে আমার অ্যাক্সিডেন্ট হয়। চোট লাগে ঠিকই তবে এখন ঠিকাছি। কপাল জোরে বেঁচে গিয়েছি। গাড়িতে বাবা-মা-ছেলে সবাই ছিল। যদি কিছু হত! এখন আর এসব ভাবতেই চাইছি না।”

এই দুর্ঘটনার কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছিলেন জয়জিৎ। তবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টটি মুছে ফেলেন অভিনেতা। অন্য একটি পোস্টে জয়জিৎ লেখেন,

‘যা বুঝলাম আমার নামের আগে লেট লাগতে লেট আছে। অ্যাক্সিডেন্টের পোস্টটা মুছে দিয়েছিলাম তার কারণ প্রচুর ফোন আসছিল আমাদের ভালবাসার মানুষদের থেকে। তখন অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ ছিল। সব্বাইকে অন্তর থেকে শ্রদ্ধা।’

তবে সবাইকে নিশ্চিত করে জয়জিৎ জানিয়েছেন তিনি এখন সুস্থ আছেন। পরিবারের বাকি সবাইও সুস্থ আছেন। এখন সপরিবারে কলকাতায় ফিরছেন অভিনেতার পরিবার।

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়