আজ অর্থাৎ সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মৃত্যুতে শোকাহত টলিউড। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬২ বছর।
টলিউডের এই দুঃসময়ে নামের বিভ্রান্তিতের জন্য শোকবার্তা পোঁছাচ্ছে অভিনেতা জয়জিৎ ব্যানার্জির কাছে। সকাল থেকে প্রচুর ম্যাসেজ, ফোন কলে বিরক্ত অভিনেতা। ফেসবুকে জয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে লেখেন, “প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী। ওনার আত্মার শান্তি কামনা করি। সকাল থেকে প্রচুর ফোন আর মেসেজ পেয়েছি। আমি ভালো আছি।”
আজকাল ডট ইন-কে ক্ষোভ প্রকাশ জানিয়ে অভিনেতা লেখেন, “বাধ্য হয়েই লিখেছি ওই পোস্ট। জয়দা মারা গিয়েছেন, এমন খারাপ খবরের মাঝে আমার ফোনে অজস্র মেসেজ ঢুকছে। বেশিরভাগই ‘তুমি বেঁচে আছো তো?’, ‘তোমার নামে এটা কী খবর শুনলাম?’ ফোন তো আসছেই। কী বলব বলুন! আমি সাধারণত শুটিং না থাকলে একটু দেরি করেই সকালে বিছানা ছাড়ি। আজকেও উঠেছি খানিক দেরি করেই। উঠে দেখি, ফোনে অজস্র মিসড কল। এমন ব্যক্তিরাও ওই তালিকায় রয়েছেন যাঁরা কোনওদিন ও খোঁজ নেন না। তারপর এই দুঃসংবাদ পেয়েই বুঝলাম আসল ব্যাপারটা। মানে, জয় আর জয়জিৎ— এই দুই নামও মানুষ গুলিয়ে ফেলছে! কিন্তু তাই বলে কেউ কি কাউকে জিজ্ঞেস করে— ‘তুমি বেঁচে আছো তো?’ মানুষের ভদ্রতা বা সাধারণ জ্ঞান বোধহয় একেবারেই হারিয়ে ফেলেছে। শুনেছিলাম মানুষের ভদ্রতা, সাধারণ জ্ঞান হাঁটুতে গিয়ে থেকেছে, এখন দেখছি সেটাও ভুল। ওটা গোড়ালিতে গিয়ে ঠেকেছে!”