‘জয়গোপাল মানে সৌমিতৃষা নয়’, মিঠাইকে নিয়ে মুখ খুললেন ‘ঠাম্মি’ স্বাগতা বসু

অভিনেত্রী স্বাগতা বসু

জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি ছিল মিঠাই। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন এই ধারাবাহিকে। মেগার মুখ্য ভুমিকায় ছিলেন সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়। ধারাবাহিকের আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র বলতে গেলে সকলের প্রিয় ঠাম্মির ভুমিকায় ছিলেন অভিনেত্রী স্বাগতা বসু। মিঠাই পরিবারের সিনিয়র সদস্য ছিলেন তিনি।

মিঠাই ধারাবাহিক শেষে আদৃত ও কৌশাম্বীর বিবাহ অনুষ্ঠানে মিঠাইরানি ওরফে সৌমিতৃষার অনুপস্থিতি নিয়ে চলছিল বেশ সমালোচনা। তবে এবার মিঠাইরানী কে নিয়ে এক সাক্ষাতকারে মুখ খুললেন ঠাম্মি ওরফে অভিনেত্রী স্বাগতা বসু।

অভিনেত্রীর কথায়, ‘এই বিয়ের জন্য একটা আলাদা গ্রুপ তৈরি করা হয়। তবে আদৃত সৌমীতৃষাকে নিমন্ত্রণ করেছেন কিনা, কেনই বা সৌমীতৃষা বিয়েতে যাননি, সেটা দুই পক্ষের একান্ত ব্যক্তিগত ব্যাপার।’ আদৃতের বিয়ের একাধিক গ্রুপ ছবিতে ‘জয় গোপাল’ কেন বলা হয়েছে? এর উত্তরে অভিনেত্রী জানান, ‘জয়গোপাল’ কি একমাত্র সৌমীতৃষা কুন্ডুর?

তবে একজন সহকর্মী হিসাবে সৌমীতৃষাকে যথেষ্ট স্নেহ করেন স্বাগতা বসু। আদৃতের বিয়েতে যাওয়া নিয়ে সৌমীতৃষা কে মেসেজ করেছিলেন। যার উত্তরে মিঠাইরানী জানিয়েছিলেন সেইসময় সে নর্থ বেঙ্গলে থাকবেন।