টেলি জগতে একের পর এক ঘর ভাঙার খবর সামনে আসছে প্রায়ই। ফের আবারও টেলি জগতে ডিভোর্সের খবর। এবার ১৫ বছরের সংসার ভাঙল জনপ্রিয় তারকা দম্পতির।
কয়েক মাস আগেই বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় এই দুই মুখ। ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন হিন্দি টেলি জগতের জনপ্রিয় তারকাদম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই দম্পতি। মাহি আর জয় জানিয়েছেন, তারা তাদের একসঙ্গে চলার সফর শেষ করতে চলেছেন। তারা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। বিচ্ছেদ হলেও সবসময় একে অপরের পাশে থাকবেন, তাদের বন্ধুত্ব থেকে যাবে।
শোনা যাচ্ছে স্বামী অর্থাৎ জুয়ের উপর মাহির সন্দেহের জেরেই ডিভোর্স। বর্তমানে তাদের দম্পতির রয়েছে তিন সন্তান। সন্তানরা কার কাছে থাকবে সেই নিয়ে চলছে মামলা। বলি জগতে শক্তিশালী দম্পতি হিসাবেই এতদিন পরিচিত ছিলেন। তাদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছে তাদের অনুরাগীদের।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। প্রসঙ্গত, ২০১১ সালে তারা ভালোবেসে বিয়ে করেন। মাহির গর্ভজাত কন্যা তারা, সেই সঙ্গে রাজবীর ও খুশিকে দত্তক নেন দম্পতি। তিন সন্তানকে সুখেই সংসার করছিলেন মাহি। আচমকাই তাদের সম্পর্কে ফাটল ধরে। সন্দেহের জেরেই ডিভোর্সের পথে হাঁটলেন জয়-মাহি।


