খুদে অঙ্কনাকে শিস দেওয়া বন্ধ করার নির্দেশ দিল জাভেদ-রাঘব-ইমনদের

সারেগামাপা

চলতি সিজেনে একাধিক প্রতিযোগীদের মধ্যে চর্চায় উঠে এসেছে ঘাটালের মেয়ে অঙ্কনা। তার বিশেষ প্রতিভা হল শিস দিয়ে গান গাওয়া। একাধিক বার শিস দিয়ে গান গেয়ে দর্শক থেকে বিচারকদের মুগ্ধ করেছেন। কিন্তু শনিবারের এপিসোডে বিচারকদের নিরাশ করল অঙ্কনা।

এদিন অঙ্কনাকে সঙ্গ দিতে সারেগামপা মঞ্চে উপস্থিত ছিলেন অ্যালবার্ট কাবো। ‘অগর তুম সাথ হো…’ গান ধরেছিলেন অঙ্কনা আর কাবো। তবে গানের মাঝে শিস দেওয়ায় আপত্তি জানালেন বিচারক।

এতদিন ‘হুইসলিং’য়েই নজর কেড়েছিলেন। এর জন্য অঙ্কনাকে ‘শিসপ্রিয়া’ বলা হত। কিন্তু এদিন অঙ্কনার শিস দেওয়া একেবারেই পছন্দ হয়নি বিচারকদের। কাবো প্রশংসা পেলে অঙ্কনার উপর হতাশ হলেন বিচারক। অঙ্কনাকে জাভেদ বলেন, ‘আমার মনে হয় ভোকালিস্টের কখনও উচিত নয় শিস দেওয়া’। ইন্দ্রদীপ দাশগুপ্ত জানান, ‘শিস দিলে ভোকাল কর্ড শুকনো হয়ে যায়।’ কৌশিকিও বলেন, ‘একদম, ভোকাল কর্ডের ফেক্সিবিলিটি নষ্ট নয়। যে সারল্যের সঙ্গে গান গাওয়া যায়, সেটা কম্প্রোমাইজ হয়’।

অঙ্কনাকে জাভেদ আলি পরামর্শ দেন ‘তুমি যে গানটা গাইবে তার মাঝখানে শিস দিও না। আর যদি তুমি গায়িকা হতে চাও তাহলে তো হুইসলিং করোই না, কারণ এতে গলা নষ্ট হয়’। তাহলে কি আর গানের মাঝে অঙ্কনার গলায় শিস শুনতে পাবেন না দর্শকেরা।