স্পষ্ট বাংলা উচ্চারণে গান গেয়ে মঞ্চ মাতালেন জাভেদ আলি, প্রশংসায় নেটিজেন

সারেগামাপা

একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে সারেগামাপা। গ্র্যান্ড ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে। এদিন শ্যামল মিত্র বিশেষ পর্ব ছিল। আর সেই সারেগামাপার মঞ্চে সেই পর্বের সূচনা হয় জাভেদ আলির গান দিয়ে। ধুতি পঞ্জাবি পরে একেবারে বাঙালি সেজে বনপলাশীর পদাবলী থেকে আহা মরি মরি গানটি গান জাভেদ আলি।

জাভেদ আলির কন্ঠে শ্যামল মিত্রের গাওয়া গান শুনে মুগ্ধ হয়ে যান সকলেই। গান গাওয়া শেষে জাভেদ আলি বলেন, ‘এই মঞ্চের জন্যই আমি এত বাংলা গান গাওয়ার সুযোগ পাচ্ছি। আর একটা কথা, এই মঞ্চে আমার সঙ্গীতের জ্ঞান অনেক বেড়েছে কারণ আমি এখানে বাউল শুনেছি, লোকগান শুনেছি। আমি এগুলো আগে শুনিনি। একজন শিল্পীর নতুন নতুন জিনিস শেখা উচিত তাহলেই সে উন্নতি করতে পারে। আমি সেটাই করছি। আজ দুপুরেই আমি এই গানটি শিখে এখন পারফর্ম করলাম।’

জাভেদ আলির গানে মুগ্ধ হয়ে বিচারক শান্তনু মৈত্র বলেন, ‘আমি কখনও কোনও অবাঙালি বিচারককে দেখেছি এতগুলো বাংলা গান গাইতে।’