বহুদিন পর জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিলেন জেসমিন রায়

জেসমিন রায়

বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ অভিনেত্রী জেসমিন রায়। কখনও পজেটিভ আবার কখন নেগেটিভ চরিত্রে দর্শকের মন জিতেছেন। ‘ত্রিনয়নী’, ‘কি করে বলব তোমায়’, ‘পান্ডব গোয়েন্দা’ ‘আমার সোনা চাঁদের কণা’র মতো ধারাবাহিক তার থলতে রয়েছে।

এছাড়াও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন জেসমিন। গাঁটছড়ায় ‘তানি’ চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন। সান বাংলায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

তবে দীর্ঘদিন পর আবারও জি-বাংলার ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন জেসমিন। বিশেষ অতিথি হয়ে জি-বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন জেসমিন। সেই প্রোমো সামনে এনেছে জি-বাংলায়।

প্রোমোতে দেখা যাচ্ছে শ্যামলী জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। রিয়েলিটি শো ‘হেঁশেল হিরোইন’-এ অংশ নেবেন। আর সেই শোয়ের হোস্ট হিসাবে দেখা যাবে জেসমিন। খুব সম্ভবত অল্প দিনের জন্য।