ফের প্রেমে পড়লেন জেসমিন! প্রকাশ্যে আনলেন মনের মানুষের ছবি, চেনেন তাকে?

জেসমিন রায়

টলিপাড়ায় প্রেম ভাঙতে যেমন সময় নেয় না আবার নতুন প্রেম হতেও খুব একটা দেরি লাগে না। বার নতুন করে সম্পর্কে জড়ানোর খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী জেসমিন রায়। সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে জেসমিন শেয়ার করলেন তার ও প্রেমিকের ছবি।

বাংলা সিরিয়ালে জেসমিন রায় খুবই পরিচিত এক মুখ। অভিনেত্রীর সৌন্দর্যের দিওয়ানা অনেকেই। এরআগে একাধিকবার প্রেমে পড়েছেন অভিনেত্রী, তবে তার একটাও টেকেনি। সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশনে মেতেছিলেন জেসমিন ও তার প্রেমিক। সেখানে তোলা কিছু ছবি পোস্ট করেই প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী।

এই ছবিতে জেসমিনকে বোঝা গেলেও তার প্রেমিকের মুখ স্পষ্ট নয়। জেসমিনের এই পোস্টে নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয় না যে তিনি নতুন প্রেমে পড়েছেন। তবে প্রেমিককে আপাতত সকলের আড়ালেই রাখতে চেয়েছেন তিনি। এখনই প্রেমিকের নাম প্রকাশ্যে আনতে চান না জেসমিন। তবে অভিনেত্রী জানিয়েছেন তার মনের মানুষ পেশায় শেফ। হঠাৎ করেই আলাপ দু’জনের। প্রথমে বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। বিয়ের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে আপাতত একে-অপরকে আরও ভালো করে চিনতে চান দু’জনেই।

একসময় টেলি অভিনেতা গৌরব মণ্ডল ও জেসমিন রায়ের প্রেমচর্চা ছিল তুঙ্গে। রিল ভিডিও থেকে আদুরে ছবি সবই সোশ্যাল মিডিয়াতে পোস্ট হত। লিভ-ইন রিলেশনে থাকতেন জেসমিন ও গৌরব। এরপর হঠাৎই তাদের ব্রেক আপের খবর। ২০২২-এই চুকে যায় সেই সম্পর্ক।

একটা সময় একা থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকেই।‌ কিন্তু সময়ের সঙ্গে প্রেমকে দ্বিতীয় সুযোগ দিলেন জেসমিন। এখন দেখার পালা কার প্রেমে পড়লেন অভিনেত্রী?

জেসমিন রায়

 

View this post on Instagram

 

A post shared by Jesmin Roy (@jasmineroyofficial)