বাঙ্গালীদের গান, কবিতা, সাহিত্য নিয়ে সবসময় চর্চা হয়েই থাকে সারা বিশ্বে। এমন কিছু বিদেশীরা রয়েছে যারা বাংলা ভাষা বা বাংলা গান শুনতে ভালোবাসেন। আবার কোনও বিদেশিনীর কণ্ঠে আধো আধো বাংলা কথা শুনে গর্ব বোধ করেন বাঙালিরা।
এবার বাংলা গান শোনা গেল অন্য দেশে তাও আবার জাপানের মঞ্চে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রবাল চক্রবর্তী নামক এক ব্যক্তির ফেসবুক একাউন্ট থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। জাপানের কোথাও একটা নববর্ষের অনুষ্ঠান চলছে।
এই অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন দুই মহিলা। একজন জাপানি, আর খুব সম্ভবত অন্যজন বাঙালি। দুজনেই অনুপম রায়ের গাওয়া অটোগ্রাফ ছবির হিট গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গাইছেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘জাপানে বাংলা নববর্ষ।’ এই ভিডিও নিমিষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর এই ভিডিও দেখে মুগ্ধ হয়ে পড়েছেন আপামর বাঙালি। সকলেই প্রশংসা জানিয়েছেন।
সুত্রঃ https://bangla . hindustantimes . com/entertainment/viral-video-a-japani-woman-is-singing-anupam-roys-song-in-bengali-new-year-special-event-there-in-japan-31745487039766.html