জি-বাংলার পরিচিত ধারাবাহিকের মধ্যে একটি হল যমুনা ঢাকি । একজন মহিলা ঢাকির জীবন কেন্দ্র করে এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু। তবে সম্প্রতি এই ধারাবাহিককে কেন্দ্র করে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
কথায় আছে, “গল্পের গরু গাছে ওঠে”। আর কথাটি ফের প্রমাণ করলেন এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের একটি দৃশ্যে দেখানো হয়েছে যমুনা ঢাক ছেড়ে ড্রাম বাজাচ্ছেন। আর তার ড্রামস বাজানোর কায়দা দেখে হেসে লুটোপটি খাচ্ছেন দর্শক। কারণ সুর, তালের তোয়াক্কা না করেই দাঁড়িয়ে দাঁড়িয়েই ভুল পদ্ধতিতে ড্রাম বাজাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড তালের সাথে তার তালের কোনও মিল নেই।
যমুনা ঢাকি অর্থাৎ শ্বেতা ভট্টাচার্যের ড্রাম বাজানো দেখে এক জনৈক মিউজিশিয়ান ফেসবুকে ভিডিও আপলোড করে লেখেন, “তিনি ড্রামস বাজানো ছেড়ে দেবেন, কারণ তিনি যমুনার মতো ড্রাম বাজাতে পারেন না। আবার কেউ রসিকতার সাথে মন্তব্য করেছেন, ‘আমি রানু মণ্ডলের তেরি মেরি শুনে নেবো, এটা না’। আবার কারো মন্তব্য “যেটুকু ড্রামস বাজানো শিখেছিলাম, ভুলে গিয়েছি”।
অনেকে দর্শক আবার বেজায় চেটছে। দর্শকের দাবী, “এত জনপ্রিয় একটা ধারাবাহিক এরকম ভুল কি করে করে, সিরিয়াল বন্ধ হোক”। এটা প্রথমবার নয় এর আগেও গিটার বাজিয়েও চরম ট্রোলের শিকার হয়েছিলেন পর্দার যমুনা।