আবারও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কাছে গো-হারা হারাল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। চলতি সপ্তাহে টিআরপির তালিকায় নিজের খেল দেখাতে আবারও অসফল ‘মিঠাই’ ধারাবাহিক। অন্যদিকে চলতি সপ্তাহে বাংলার টপার স্থান ছিনিয়ে নিল খড়ি-ঋদ্ধি’র ‘গাঁটছড়া’ ধারাবাহিক।
অন্যদিকে নতুন ধারাবাহিকদের মধ্যে এক থেকে পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী। ‘জগদ্ধাত্রী’ নায়িকার অভিনয় দর্শকের ভালো না লাগলেও টিআরপিতে খেল দেখাছে জি-বাংলার এই নতুন ধারাবাহিক। ৭.০ রেটিং নিয়ে এই সপ্তাহে পঞ্চম স্থান ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। যদিও নম্বর একটু কমেছে তার। তবে ‘মিঠাই’ ধারাবাহিক থেকে অনেক পয়েন্ট বেশি এগিয়ে রয়েছে সে।
চলতি সপ্তাহে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে ‘গাঁটছড়া’, দ্বিতীয়তে রয়েছে ‘ধুলোকণা’, তৃতীয়তে ‘গৌরী এলো’ এবং চতুর্থ স্থানে ‘আলতা ফড়িং’।
প্রথম- গাঁটছড়া (৮.১)
দ্বিতীয়- ধুলোকণা (৮.০)
তৃতীয়- গৌরী এলো (৭.৭)
চতুর্থ- আলতা ফড়িং (৭.২)
পঞ্চম- জগদ্ধাত্রী (৭.০)
ষষ্ঠ- মিঠাই । লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)
সপ্তম- মাধবীলতা (৬.৫)
অষ্টম- খেলনা বাড়ি (৬.২)
নবম- অনুরাগের ছোঁয়া (৬.১)
দশম- সাহেবের চিঠি (৫.৯)