বর্তমানে জি-বাংলার একটি অন্যতম জনপ্রিয়ত ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। বর্তমানে এটি বাংলার সেরা ধারাবাহিক। ডাকাবুকো চরিত্রে নায়িকা জগদ্ধাত্রীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক। তবে এবার এই ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে কটাক্ষ শুরু করেছেন নেটিজেনরা।
আসলে ধারাবাহিকের একটি দৃশ্যতে দেখা গেছে অপরাধীকে খুঁজতে জগদ্ধাত্রীকে মৃত সাজিয়ে মুখার্জি বাড়িতে আনা হয় এমনকি যাতে অপরাধীরা সন্দেহ না করে তার জন্য জগদ্ধাত্রীর লাশ দেখানো হয়। আর দৃশ্যের সঙ্গে বহু পুরনো এক ধারাবাহিকের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।
একসময় স্টার জলসার বহু পুরনো ধারাবাহিক হল ‘জয় কালী কলকাত্তাওয়ালী’। এই ধারাবাহিক টিভির পর্দায় ভালো জনপ্রিয়তা অর্জন করেছে টিভির পর্দায়। আর এই ধারাবাহিকের একটি ট্র্যাক নাকি চুরি করেছে জগদ্ধাত্রী ধারাবাহিক। এমনটাই অভিযোগ আনছেন বেশ কিছু নেটিজেনরা।
জয় কালী কলকাত্তাওয়ালী ধারাবাহিকেও একটি দৃশ্য দেখানো হয়েছিল অপরাধীদের খুঁজে বের করতে অভয়া’কে মৃত দেখানো হয় এমনকি অপরাধীদের সামনে অভয়ার লাশ চিতায় তোলা হয়েছিল। আর এই দৃশ্য নাকি কপি করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। এমনটাই ক্ষোভ প্রকাশ করছেন বেশিরভাগ দর্শক।