ফের অঘটন! হেরে গেল পরিণীতা, জিতে গেল জগদ্ধাত্রী ধারাবাহিক

জগদ্ধাত্রী ধারাবাহিক

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের চলতি সপ্তাহে টিআরপি। ফের আবারও পরিণীতাকে হারিয়ে জিতল জগদ্ধাত্রী ধারাবাহিক। ফের পুরনো ছন্দে ফিরছে জি-বাংলার এই মেগা। জি-বাংলার সবচেয়ে পুরনো মেগা এটি। একসময় বাংলার টানা বাংলার টপার স্থানে রাজ করত। মাঝে নিজের স্থান হারিয়ে ফেলেছিল।

তবে ধারাবাহিক লিপ নিতেই আবারও বাংলার শীর্ষ স্থান ছিনিয়ে নিল জগদ্ধাত্রী ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা এবং তৃতীয় স্থান দখল করল ফুলকি ধারাবাহিক। চতুর্থ স্থান দখল করল তৃণা সাহার অভিনীত মেগা আজকের নায়ক পরশুরাম। পঞ্চম স্থান দখল রাঙ্গামতি তীরন্দাজ।

প্রথম – জগদ্ধাত্রী (৭.১)

দ্বিতীয় – পরিণীতা (৬.৬)

তৃতীয় – ফুলকি (৬.৫)

চতুর্থ – পরশুরাম (৬.২)

পঞ্চম – রাঙামতি (৬.০)

ষষ্ঠ – গৃহপ্রবেশ (৫.৬)

সপ্তম – কথা (৫.৫)

অষ্টম – চিরদিনই তুমি যে আমার । চিরসখা (৫.৪)

নবম – গীতা LLB (৫.০)

দশম – কোন গোপনে মন ভেসেছে (৪.৯)