‘সিলেক্ট করেও আমাকে বাদ দেওয়া হয়’… একসময় চরম অপমানিত হওয়া মেয়েটি নিজের অভিনয়ের জন্যই আজ সকলের প্রিয় জগদ্ধাত্রী

অভিনেত্রী অঙ্কিতা মল্লিক

বর্তমানে সাবলীল অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন ‘জগদ্ধাত্রী’র ধারাবাহিকে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকে তাঁর অভিনয়ে আজ দর্শকমহলে প্রশংসিত। নায়িকা হিসাবে এটি প্রথম কাজ হলেও আগে একটি ধারাবাহিকে সাইড রোলে কাজ করেছেন।

সেই ধারাবাহিক করার সময় দর্শক তাকে চিনতেনই না। আচমকাই ভাগ্যের শিকে ছেঁড়ে। নিজের সাবলীল অভিনয়ে দর্শকের ঘরে ঘরে আজ জগদ্ধাত্রী হয়ে উঠতে পেরেছেন অঙ্কিতা।

তবে জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতার জার্নিটা এত সহজ ছিল না। শুরুর প্রথম দিকে এই ইন্ডাস্ট্রিতে সহ্য করতে হয় রিজেকশন এমনকি তাকে অপমানও করা হয়।

একসময় বাংলা হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে রিজেকশন নিয়ে মুখ খুলেছিলেন অঙ্কিতা। সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, ‘এর আগে একটা সিরিয়ালে আমাকে সিলেক্ট করা হয়েছিল। কিন্তু শুটিং-এর আগের দিন আমাকে জানানো হয় আমি বাদ পরেছি। আমি হতাশ হয়ে পড়েছিলাম। প্রচুর অডিশন দিই আর রিজেকশনও হই। ভেবেছিলাম অডিশন দেওয়া ছেড়েই দেব। কসময় অডিশন দিতে গিয়েই স্নেহাশিসদার অফিসে আসা। উনি আমাকে অভিনয় শিখিয়েছেন, আমাকে জগদ্ধাত্রী হিসাবে গড়ে তুলেছেন। আমি যা করছি, যেটুকু পারছি সবটাই ওই মানুষটার জন্য। সেই সিরিয়ালটা থেকে বাদ পড়েছিলাম বলেই জগদ্ধাত্রী হতে পেরেছি। যা হয় ভালোর জন্যই হয়।’