চুপিসারে বিয়ে সারলেন ‘জগদ্ধাত্রী’র সাংভি, প্রেরণা’র ছবি সামনে আসতেই অবাক নেটপাড়া

অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য

বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। ১৩-১৪ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন প্রেরণা। একাধিক ধারাবাহিকে পজেটিভ-নেগেটিভ উভয় চরিত্রেই অভিনয় করেছেন।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের সাংভী চরিত্রে ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। মাঝে গীতা এলএলবি ধারাবাহিকে উকিলের ভূমিকায় অভিনয় করেছেন। কর্মজীবনের পাশাপাশি সোশ্যাল জগতেও তিনি ভীষণ পরিচিত।

তবে আচমকাই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছবি দেখে অবাক নেটিজেন। নতুন বধূর সাজে প্রেরণাকে দেখে চমকে গেছেন নেটিজেনরা। লাল বেনারসি, সিঁথিতে সিঁদুর নতুন বধূ লুকে দারুণ লাগছে প্রেরণাকে। অনেকেই ভাবছেন চুপিসারে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী। তবে একেবারেই নয়, অভিনেত্রীর এই বিয়ের লুক নিছক ফটোশুটের।

 

View this post on Instagram

 

A post shared by Raunak Sarkar (@artist.raunak)