অঙ্কিতা নয়! ‘জগদ্ধাত্রী’র স্বয়ম্ভু বাস্তবে প্রেম করছেন স্টার জলসার জনপ্রিয় নায়িকার সঙ্গে

সৌম্যদীপ মুখোপাধ্যায়

চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখনই অভিনেতার মনে লেগেছে প্রেমের হাওয়া। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ তে স্বয়ম্ভু চরিত্রে অভিনীত সৌম্যদীপ মুখোপাধ্যায় কে দর্শক এতটাই ভালোবাসা দিয়েছেন যে তার ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিকের সাথে সৌম্যদীপের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন শোনা গেলেও এই গুজবের সেই দাবি দু’জনেই সরাসরি উড়িয়ে দেন। অঙ্কিতা বলেছিলেন, একসঙ্গে সময় কাটানোর কারণে সহকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই ভালো বন্ধুত্ব তৈরি হয়। একইভাবে সৌম্যদীপও জানিয়েছিলেন, এসব গুজব অকারণেই ছড়ানো হচ্ছে।

তবে এবার সত্যিই কি মনের মানুষ খুঁজে পেলেন সৌম্যদীপ। সম্প্রতি আবারও শোনা যাচ্ছে সৌম্যদীপের নতুন প্রেমের গুঞ্জন। এবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই অঙ্কিতা। জানা যাচ্ছে সৌম্যদীপের মনের মানুষ স্টার জলসার ধারাবাহিক ‘গীতা এলএলবি’-এর হিয়া মুখোপাধ্যায়।

সৌম্যদীপ মুখোপাধ্যায়

সৌম্যদীপ আর হিয়াকে একসঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা গিয়েছিল। তারপরেই সৌম্যদীপের শেয়ার করা ছবিতে বন্ধুর করা মজার কমেন্টে হিয়ার হাসির প্রতিক্রিয়া জল্পনা আরও বাড়িয়ে দেয়।

তবে কি পুজোর আগেই নতুন প্রেমে পড়েছেন সৌম্যদীপ? এই বিষয়ে যদিও অভিনেতা এখনও পর্যন্ত মুখ খোলেননি।