প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। চলতি সপ্তাহের টিআরপিতে ফের বাজিমাত করল পরিণীতা। ৬.৮ নম্বর পেয়ে এবারের বেঙ্গল টপার রায়ান পারুল জুটি।
গত সপ্তাহে টপার হলেও এবারে এক ধাক্কায় নম্বর কমল ‘জগদ্ধাত্রী’র। ৬.৪ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করল জগদ্ধাত্রী। নম্বর কমল ফুলকি’র। তৃতীয় থেকে সোজা পঞ্চমে স্থান পেল ফুলকি। এবারেও সেরার সেরা লড়াইয়ে পিছিয়ে গেল পরশুরাম।
বর্তমানে চিরদিনইতে চলছে আর্য আর অপর্ণার বিয়ের প্রস্তুতি। তাই আশা করা যেতে পারে, ধারাবাহিকের টিআরপি আপাতত বেশ ভালোই থাকবে। তবে এবারে ৬.২ নম্বর পেয়ে চতুর্থ স্থান পেল ‘চিরদিনই তুমি যে আমার’।
চলতি সপ্তাহে ৬.৮ নম্বর পেয়ে টিআরপির প্রথমে ‘পরিণীতা’। ৬.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করল পরশুরাম। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে জগদ্ধাত্রী ও রাঙামতি তীরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.৪। চতুর্থ স্থানে চিরদিনই তুমি যে আমার, প্রাপ্ত নম্বর ৬.২ এবং পঞ্চম স্থানে ৬.১ রেটিং পেয়ে রয়েছে ফুলকি ও আমাদের দাদামণি ধারাবাহিক।
প্রথম – পরিণীতা (৬.৮)
দ্বিতীয় – পরশুরাম (৬.৬)
তৃতীয় – জগদ্ধাত্রী । রাঙামতি তীরন্দাজ (৬.৪)
চতুর্থ – চিরদিনই তুমি যে আমার (৬.২)
পঞ্চম – ফুলকি । আমাদের দাদামণি (৬.১)
ষষ্ঠ – ও মোর দরদিয়া । রাজরাজেশ্বরী রাণী ভবানী (৫.৮)
সপ্তম – চিরসখা (৫.৫)
অষ্টম – জোয়ার ভাঁটা । লক্ষ্মী ঝাঁপি (৫.৪)
নবম – তুই আমার হিরো (৫.১)
দশম – কনে দেখা আলো (৪.৯)

