বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। জগদ্ধাত্রী ধারাবাহিকে ‘প্রীতি’ চরিত্রে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। এর আগে কাজ করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে।
অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সাথে ২০২১-এর ১৫ জানুয়ারি বিয়ে সারেন অভিনেত্রী। ২০২৩ সালে নতুন বাড়ি কেনেন স্বামীর সাথে। তবে এবার অভিনেত্রী নিজের স্বপ্নপূরণ করলেন। নতুন ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী।
বিলাসবহুল সেই ফ্ল্যাট অনুরাগীদের ভিডিও করে দেখালেন অভিনেত্রী। ভিডিওর ব্য়াকগ্রাউন্ডে ভয়েস ওভারে শোনা যাচ্ছে ‘একদিন কিসিনে মুঝে পুছা, কী তুমহারা ঘর ক্যায়সা হোগা? ম্যায়নে উসে কাহা, মেরা ঘর ওয়সা হোগা যাঁহা সবকো আনা পসন্দ হোগা।….’
ভিডিওতে দেখা গেল বিশাল ড্রয়িং ও ডাইনিং রুম, পুজোর জায়গা, খুব সুন্দর ভাবে সজ্জিত শোবার ঘর। বারান্দা থেকে দেখা যাচ্ছে কলকাতা শহরের আলোকসজ্জা। ভিডিও ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘নিউ’।
View this post on Instagram