প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। চলতি সপ্তাহের টিআরপিতে ফের বাজিমাত করল পরিণীতা। তবে এবার রায়ান পারুল জুটি একা না সঙ্গে জগদ্ধাত্রীও পেল সেরার সেরা তকমা। ৬.১ নম্বর পেয়ে বেঙ্গল টপার পরিণীতা ও জগদ্ধাত্রী।
অন্যদিকে পর্দার হিট জুটি আর্য-অপর্ণার সাথে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে পরশুরাম। পর্দায় নতুন হলেও অল্প সময়ে দর্শকের মন জিতে নিয়েছে রণিতা দাস অভিনীত ‘ও মোর দরদিয়া’।
চলতি সপ্তাহে ৬.১ নম্বর পেয়ে টিআরপির প্রথমে ‘পরিণীতা ’ ও ‘জগদ্ধাত্রী’। ৫.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করল ‘চিরদিনই তুমি যে আমার’ ও পরশুরাম। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’, প্রাপ্ত নম্বর ৫.৬। চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে দাদামণি ও রাঙামতি, প্রাপ্ত নম্বর ৫.৫ এবং পঞ্চম স্থানে ৫.২ রেটিং পেয়ে রয়েছে ‘রাণী ভবানী’ ধারাবাহিক।
প্রথম – পরিণীতা । জগদ্ধাত্রী (৬.১)
দ্বিতীয় – চিরদিনই তুমি যে আমার । পরশুরাম (৫.৯)
তৃতীয় – ফুলকি ( ৫.৬)
চতুর্থ – দাদামণি । রাঙামতি (৫.৫)
পঞ্চম – রাণী ভবানী (৫.২)
ষষ্ঠ – ও মোর দরদিয়া । লক্ষ্মী ঝাঁপি । চিরসখা (৪.৯)
সপ্তম – জোয়ার ভাঁটা (৪.৮)
অষ্টম – তুই আমার হিরো (৪.৬)
নবম – অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ (৪.১)
দশম – কনে দেখা আলো । কুসুম (৩.৯)

