মত পরিবর্তন! আচমকাই বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক, হতাশ দর্শক

 জি-বাংলার মেগা

বাংলা সিরিয়ালে সময় পাল্টে কিছুদিন চলার পর বহু ধারাবাহিক বন্ধ হয়েছে কিন্তু সময় পরিবর্তন করেও চ্যানেল মত পরিবর্তন করছেন এই প্রথম ঘটল। কথা হচ্ছে জি-বাংলা’র জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’কে নিয়ে। এই ধারাবাহিক প্রায় তিন বছর ধরে পর্দায় সম্প্রচার হচ্ছে সাফল্যের সাথে।

পুরনো হয়ে গেলেও টিআরপি তালিকায় পাঁচের ঘর ধরে রেখেছে এই মেগা। শুধু তাই নয় স্লট লিড করতে দেখা যায়। তবে নিয়ম অনুযায়ী, নতুনকে জায়গা করে দিতে আরেক মেগাকে সরে দাঁড়াতে হয় । প্রথমে নতুন মেগা ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’র জন্য নিজের জায়গা ছেড়ে দিতে হয় জগদ্ধাত্রী ধারাবাহিককে।

এরপর চ্যানেল সন্ধ্যা ৭ টার স্লট থেকে সাড়ে সাতটার স্লটে নিয়ে আসে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিককে। জগদ্ধাত্রীকে জায়গা দিতে ‘ফুলকি’ ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়া হয়।

জগদ্ধাত্রী

তবে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার মত পরিবর্তন। জগদ্ধাত্রী সল্টে চ্যানেল নিয়ে এলো আরও এক নতুন মেগা ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’। এই মেগার মুখ্য চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা। অর্থাৎ সময় পাল্টেও কোনও লাভ হল না টিআরপি ভালো থাকলে শেষমেশ ইতি টানছে জগদ্ধাত্রী’র যাত্রা। ধারাবাহিক শেষ হওয়ার খবরে মন খারাপ সিরিয়ালপ্রেমীদের।