জি-বাংলার নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকের প্রোমো দেখে দর্শক যতটা আশা করেছিলেন পর্দায় সম্প্রচারিত হওয়ার পর তেমন প্রভাব পড়েনি। অনেকেই জানিয়েছেন জগদ্ধাত্রী চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা নিজের চরিত্রটি তেমনভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারছেন না।
তবে টিআরপি লিস্ট কিন্তু অন্য কথা বলছে। টিআরপিতে ভালো রেটিং পাচ্ছে জি-বাংলার এই ধারাবাহিকটি। তাতে বোঝাই যাচ্ছে নায়িকার অভিনয় পছন্দ না হলেও দর্শক টিভির পর্দায় ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি দেখতে বেশ পছন্দই করছেন।
তবে সম্প্রতি ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের বেশ কিছু অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ ধারাবাহিকে নায়িকা জগদ্ধাত্রীর চেয়ে বেশি দেখানো হয় মেহেন্দি এবং জগদ্ধাত্রীর ননদ কৌশিকীকে। অন্যদিকে নায়ক স্বয়ম্ভূকে বাদ দিয়ে বেশি দেখানো হয় উৎসবকে। ধারাবাহিকে নায়ক-নায়িকা আসলে কারা? এই নিয়েই কনফিউজড অধিকাংশ নেটিজেন।
এই নাটকে মেহেন্দি বদমাইশ বউ,ওর মা বদমাইশ, নিজেদের বাড়িতে শয়তানি করেছে, এখন মুখার্জি বাড়ি এসে শয়তানি করে, বাড়ির সবাইকে অপমান করে, কষ্ট দেয়। জ্যাসও শয়তানি করে, নিজের বাড়িতে বিড়ালের মত চুপ করে থাকত অন্যায়ের প্রতিবাদ করত না।কিন্তু মুখার্জি বাড়ি এসে বোনের শয়তানির সাথে তাল মিলিয়ে কৌশিকীকে কষ্ট দিচ্ছে। ওদের তালপুকুরে ঘটি ডোবে, নিজেরা কিছু করেনি কিন্তু মুখার্জির সব দখল করতে চাই।