
সব ধারাবাহিককে হারিয়ে বাংলার সেরা ধারাবাহিক হল জগদ্ধাত্রী। গত সপ্তাহে ফুলকি যৌথ ভাবে বাংলার টপার হলেও চলতি সপ্তাহে ফুলকিকে হারিয়ে দিয়ে একাই বাংলার শীর্ষ স্থান দখল করল জগদ্ধাত্রী ধারাবাহিক।
নতুন ধারাবাহিক পরশুরাম ভালো ফল করেছে। তৃতীয় স্থানে জায়গা দখল করেছে এই মেগা। এদিকে পঞ্চম স্থানে ছিটকে গেল গীতা এলএলবি ধারাবাহিক।
চলতি সপ্তাহে ৭.৫ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী, ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে পরিণীতা আর ফুলকি। ৫.৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রাঙামতি ধারাবাহিক। ৫.৬ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গীতা এলএলবি ধারাবাহিক।
প্রথম – জগদ্ধাত্রী (৭.৫)
দ্বিতীয় – পরিণীতা । ফুলকি (৬.৯)
তৃতীয় – পরশুরাম (৫.৯)
চতুর্থ – রাঙামতি (৫.৮)
পঞ্চম – গীতা LLB (৫.৬)
ষষ্ঠ – চিরদিনই তুমি যে আমার । গৃহপ্রবেশ (৫.৪)
সপ্তম – কথা (৫.২)
অষ্টম – চিরসখা (৫.০)
নবম – কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
দশম – অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৪.৫)