নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’র জন্য বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় মেগা, মন খারাপ দর্শকের

বেশ করেছি প্রেম করেছি

বাংলা চ্যানেলগুলিতে চলতি মাসে একের পর এক ধারাবাহিক এসেছে। যার জন্য জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে যেতে চলেছে। আর প্রিয় ধারাবাহিক অল্প সময়ের মধ্যে হারিয়ে মন খারাপ হয়ে পড়ছে দর্শকদের।

সম্প্রতি জি-বাংলার পর্দায় আরও এক ধারাবাহিকের প্রোমো সামনে আনা হয়েছে। নতুন ধারাবাহিকের নাম ‘বেশ করেছি প্রেম করেছি’। যার মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিকী পাল ও রাজদীপ গোস্বামীকে। এবার সামনে এল নতুন মেগার স্লট।

দর্শকের মনে প্রশ্ন নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হবে কোন মেগা? জানা গিয়েছে সন্ধ্যা ৭ টা থেকে সম্প্রচারিত হবে নতুন মেগা। আর সন্ধ্যার ৭ টার স্লটে ‘জগদ্ধাত্রী’ সম্প্রচারিত হয়। টিআরপিতে সেরা ৫-এ থেকেও বন্ধ হয়ে যাবে জগদ্ধাত্রী? ২০২২-এর অগস্ট থেকে শুরু হয়েছিল জগদ্ধাত্রী’র পথচলা। তারপর তিন বছর পেরালেও টিআরপি তালিকার প্রথম সারিতেই নিজের স্থান ধরে রেখেছে এই মেগা।

টলিপাড়ার জোর গুঞ্জন, এই ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যেতে জগদ্ধাত্রী। ডিসেম্বরের ৮ তারিখ থেকে শুরু হবে ‘বেশ করেছি প্রেম করেছি’। খুব সম্ভবত ৭ তারিখেই ‘জগদ্ধাত্রী’র অন্তিম পর্ব সম্প্রচার হতে পারে। খবরটি সামনে আসতেই মন খারাপ দর্শকের।

বেশ করেছি প্রেম করেছি