নতুন রেকর্ড গড়লো জগদ্ধাত্রী! ভারতীয় বাংলা ধারাবাহিকের মধ্যে সেরা’র খেতাব পেল জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী

২০২২ সালে আগস্ট মাসে যাত্রা শুরু হয়েছিল জি-বাংলার মেগা ধারাবাহিক জগদ্ধাত্রী। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। শুরু থেকেই দর্শকের মন ঝড় তুলেছিল এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যে মিঠাই মাথায় থেকে টিআরপির প্রথম স্থান ছিনিয়ে নিয়েছিল।

ডিটেকটিভ জ্যাস স্যানালের কাহিনী দর্শকের ভীষণ পছন্দের। তবে বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক বাংলার টপার হলেও নতুন রেকর্ড গড়ল ‘জগদ্ধাত্রী’। এবার সর্বভারতীয় ভাবে সেরা হল এই সিরিয়াল।

আসলে অরম্যাক্স মিডিয়া তরফ থেকে বাংলা ভাষায় কোন কোন ভারতীয় ধারাবাহিকের চরিত্রগুলো সবচেয়ে জনপ্রিয় তার একটি তালিকা প্রকাশ পেয়েছে।

সেই তালিকায় ভারতীয় বাংলা ধারাবাহিকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় চরিত্রের খেতাব পেল ‘জগদ্ধাত্রী’। এতদিন এই প্রথম স্থানে ছিল মিঠাই। এবার তাঁকে সরিয়ে ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠল জগদ্ধাত্রী। বলাই বাহুল্য, এই খবর পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ভক্তরা।

View this post on Instagram

 

A post shared by Ormax Media (@ormaxmedia)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here