টিআরপির তালিকায় চলতি সপ্তাহে একের পর এক বড় চমক। প্রথমত, বাংলার টপার স্থান ধরে রেখেছে পরিণীতা ধারাবাহিক। দ্বিতীয়ত, বাকিদের টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো জগদ্ধাত্রী ধারাবাহিক।
ভালো ফল করেছেন স্টার জলসার ‘রাঙামতি’ ধারাবাহিক। তবে কথা চলতি সপ্তাহেও প্রথম পাঁচে জায়গা করতে পারল না।
চলতি সপ্তাহে ৮.০ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। ৭.৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। ৭.৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ফুলকি। চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি আর কোন গোপনে মন ভেসেছে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি তিরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.৫।
প্রথম – পরিণীতা (৮.০)
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৭.৫)
তৃতীয় – ফুলকি (৭.৩)
চতুর্থ – গীতা LLB । কোন গোপনে মন ভেসেছে (৬.৬)
পঞ্চম – রাঙামতি তীরন্দাজ (৬.৫)
ষষ্ঠ – কথা (৬.৪)
সপ্তম – উড়ান (৫.৯)
অষ্টম – আনন্দী । মিত্তির বাড়ি (৫.৫)
নবম – গৃহপ্রবেশ (৫.২)
দশম – চিরসখা (৫.০)