গত সপ্তাহের টিআরপি প্রকাশ পেল আজ। পুজোর মরসুমেও চমক দেখালো বেশ কিছু বাংলা ধারাবাহিক। যেমন ‘নিম ফুলের মধু’ ফের নিজের স্থানে ফিরে এলো। ফের বাংলার টপার স্থানে সৃজন-পর্ণা।
চলতি সপ্তাহে খেল দেখাল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। তৃতীয় স্থানে উঠে এলো জি-বাংলার এই মেগা। অন্যদিকে নতুন ধারাবাহিক ‘রাঙ্গামতি তীরন্দাজ’ এবং দুই শালিক এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে। রোশনাই নম্বর বাড়িয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে।
এই সপ্তাহে ৭.৭ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ফুলকি আর নিম ফুলের মধু, দ্বিতীয় স্থানে রয়েছে গীতা এল এল বি এবং কথা ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানেও রয়েছে দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ আর ‘কোন গোপনে মন ভেসেছে’ প্রাপ্ত নম্বর ৬.৯ এবং ৬.১ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শুভ বিবাহ। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে উড়ান আর রোশনাই ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৫.৯।
প্রথম – ফুলকি । নিম ফুলের মধু (৭.৭)
দ্বিতীয় – গীতা LLB । কথা (৭.১)
তৃতীয় – জগদ্ধাত্রী । কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
চতুর্থ – শুভ বিবাহ (৬.১)
পঞ্চম – উড়ান । রোশনাই (৫.৯)
ষষ্ঠ – তেঁতুলপাতা । আনন্দী । অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.৭)
সপ্তম – রাঙ্গামতি তীরন্দাজ । ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৬)
অষ্টম – পুবের ময়না । মিঠিঝোরা (45 min) (৪.৫)
নবম – দুই শালিক (৪.০)
দশম – মালাবদল (৩.২)