বিরল রোগে আক্রান্ত শিশু, চিকিৎসার দায়িত্ব নিলেন জ্যাকলিন

জ্যাকলিন

বিরল রোগে আক্রান্ত ফুটফুটে এক শিশু। সোশ্যাল মিডিয়া খুললে মাঝেমধ্যে সেই শিশুর ভিডিও সামনে আসছে। শিশুটির তার দেহের তুলনায় মাথাটা অত্যধিক বড়। এই রোগের নাম হাইড্রোসেফালাস। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড জমতে থাকে যা মস্তিষ্কের কোষ ও স্নায়ুর জন্য ক্ষতিকর। শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা।

এবার এই শিশুর পাশে এসে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শিশুটি সাথে দেখা করতে আসে বলি অভিনেত্রী। ভিডিওতে দেখা যায় শিশুটির সাথে খেলছে জ্যাকলিন আবার তাকে কখনো জল খাইয়ে দিচ্ছে।

শিশুটির পরিবারের লোকের সাথে কথা বলেন অভিনেত্রী। অভিনেত্রীর সঙ্গে এই দিন ছিলেন মুম্বাইয়ের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার  হুসেন মনসুরি। যিনি নিজেকে অসহায়দের সেবায় নিয়োজিত করেন। তিনি এই ভিডিও শেয়ার করে অভিনেত্রীকে ধন্যবাদ জানান। তার পোস্ট থেকেই জানা যায় জ্যাকলিন সেই শিশুটির অস্ত্রোপ্রচার এবং চিকিৎসার সব খরচের দায়িত্ব নিয়েছেন। অভিনেত্রীর এই কাজে নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন তাকে।