বিনোদন জগতের মানুষদের লাইট-ক্যামেরা, করতালি আর সাফল্যের আড়ালেও একেবারে সাধারণ মানুষের মতো সংসার, সম্পর্ক, আনন্দ- দুঃখের গল্প থাকে যা হয়ত আমাদের অনেকেরই অজানা। তেমনি একজন শিল্পী হলেন আধুনিক গানের জগতের জনপ্রিয় নাম শুভমিতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ দু’দশকের বেশি সময় ধরে নিজের গানের গলা, আবেগ আর সুরের মেলবন্ধনে তিনি আলাদা করে জায়গা করে নিয়েছেন বাংলা গানের দুনিয়ায়। ব্যক্তিগত জীবনেও গায়িকা বরাবরই শান্ত, মার্জিত ও সংবেদনশীল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গানের বাইরে বিয়ের পরে জীবনের এক ঘরোয়া গল্পের কথা শেয়ার করলেন গায়িকা। শুভমিতার কথায়, বিয়ের পর শাশুড়ি মায়ের সংসারে তিনি খুব একটা রান্নার দায়িত্ব পাননি। কারণ, রান্নাঘরের পুরো কর্তৃত্বই ছিল শাশুড়ির হাতে। ইচ্ছে থাকলেও অনেক সময় তিনি কেবল পাশে দাঁড়িয়ে শাশুড়ির রান্না দেখেছেন। তবে এতে কোনও অভিমান বা অস্বস্তি ছিল না। বরং সেই সময়টাকে তিনি উপভোগ করেছেন।
বরং শাশুড়ির প্রতি শ্রদ্ধা আর পরিবারের নিয়ম মেনেই ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তিনি। এই অভিজ্ঞতাই তাঁকে শিখিয়েছে, পরিবার মানে শুধু নিজের ইচ্ছা নয়, অন্যের জায়গাটাও সম্মান করা।
সুত্রঃ https: // tolly gossip. com/

