অবশেষে শেষ হল জি-বাংলার ‘অমরসঙ্গী’ ধারাবাহিক। গত সোমবার শেষ হয়েছে শেষ দিনের শুটিং। রাজ আর শ্রী’র গল্প ফুরলো। শুটিংয়ের শেষদিনে স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ ছিলেন নায়িকা শ্যামৌপ্তি মুদলি।
শুটিংয়ের শেষ দিনে কিছু শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী লেখেন, ‘অভ্যেস বড়ই কঠিন জিনিস, ছাড়তে আর ধরতে দুটোতেই সময় লাগে.৯ মাসের এই পথ চলা এবার গন্তব্যে পৌঁছেছে,তাই এবার বিদায় নেওয়ার পালা.একগুচ্ছ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে পাড়ি দিলাম পরবর্তী গন্তব্যে।’
এত জলদি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় কি আবেগপ্রবণ শ্যামৌপ্তি? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী বলেন, ‘দানীং অনেক ধারাবাহিকের আয়ু মাত্র দু’মাস। আমাদের ধারাবাহিক তবু তো ন’মাস চলেছে। আমি এতেই খুশি।’