গুঞ্জন নয়, নতুন ধারাবাহিক নিয়ে সত্যিই পর্দায় ফিরছেন খড়ি ওরফে শোলাঙ্কি, বিপরীতে নায়ক গৌরব

শোলাঙ্কি

বাংলা  টেলিভিশনের ফিরছেন পুরনো নায়ক-নায়িকা। ইতিমধ্যে ফিরেছেন রনিতা দাস, মধুমিতা সরকার। কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকের খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায় নাকি আবার পর্দায় ফিরতে চলেছেন। আর তার বিপরীতে নাকি দেখা মিলবে আবারও সেই গৌরব চট্টোপাধ্যায়ের।

গাঁটছড়া’র সেই জনপ্রিয় জুটিকেই নাকি আবার পর্দায় ফেরানোর প্ল্যান। তবে এটা খবর গুঞ্জন বলেই প্রথমে শোনা যাচ্ছিল। তবে সূত্রের খবর, এই খবর একেবারেই কোনও গুঞ্জন নয়। হ্যাঁ, সত্যি এই জুটিকে পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের অন্যতম কর্ণধার। আর তার ইঙ্গিত মিলল স্নিগ্ধার কাছ থেকে।

আনন্দ বাজার অনলাইনের তরফ থেকে স্নিগ্ধার সাথে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করেননি এই খবরে। তিনি জানান,  “অনেক দিন ধরে চ্যানেল কর্তৃপক্ষ শোলাঙ্কি-গৌরবকে ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছিলেন। ধারাবাহিক ‘গাঁটছড়া’য় প্রথম জুটি বেঁধেই জনপ্রিয় ওঁরা।”

তিনি আরও জানান,  এ বার তিনি দুই বোনের গল্প দেখাবেন। তাদের একজন শোলাঙ্কি। ধারাবাহিকটি দেখা যাবে স্টার জলসায়। পুজোর পরেই পর্দায় নতুন করে ফিরবে শোলাঙ্কি আর গৌরব। এখন শুধু সময়ের অপেক্ষা।