কিছুদিন আগেই শেষ হয়েছে জি-বাংলা’র ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক। অল্প সময়ের ব্যবধানে ফের নতুন ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী চাঁদনি সাহা। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’য় নায়িকার দিদি ‘মালতী’র চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। সেই প্রোমো আমরা ইতিমধ্যেই দেখেছি। কিন্তু একসময় একাধিক ধারাবাহিকে পর পর মুখ্য চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী আজ পার্শ্বচরিত্রে কেন? এই প্রসঙ্গেই আনন্দ বাজার অনলাইনের এক সাক্ষাৎকারে মুখ খুললেন চাঁদনি।
প্রায় ১২ বছর ধরেই এই ইন্ডাস্ট্রি রয়েছেন অভিনেত্রী চাঁদনি সাহা। ‘বিন্দি’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় প্রবেশ। সেইসময় তাঁর অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। ‘কাছে আয় সই’, ‘মনসা’, ‘বেনে বউ’ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার পর আর নায়িকার হিসাবে পাওয়া যায়নি তাকে। এরপর পর্দায় এলেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। সদ্য শেষ হওয়া ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে পার্শ্বচরিত্র গীতের ভূমিকায়ও প্রশংসা পেয়েছেন।
মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্রে সরে আসা? কারণ হিসাবে অভিনেত্রী জানিয়েছেন, “হ্যাঁ, অনেকগুলো লিড করার পর আমি পার্শ্বচরিত্রে অভিনয় করেছি। আসলে নিজেকে নানা রকম চরিত্রে ভাঙতে চেয়েছিলাম”। অভিনেত্রী কথায়, বর্তমানে নতুনরা নায়িকা হচ্ছে, সেক্ষেত্রে নায়িকা হওয়া সহজ কিন্তু টিকে থাকাটাই কঠিন। ২০২২ দাঁড়িয়ে নায়ক-নায়িকা হওয়ার ভাবনাটাই খুব বোকা-বোকা।
চাঁদনি স্পষ্ট জানান, “সত্যিই আমি ‘লিড’-এর সুযোগ পাইনি এরপর। কিন্তু আক্ষেপ নেই। বর্তমানে দাঁড়িয়ে যেই চরিত্রে কাজ পাচ্ছি, সেগুলোও আমার কাছে মূল্যবান”।