‘ইন্ডাস্ট্রিতে কাজের পরিসর যে ভাবে কমছে, তাতে টিকে থাকা কঠিন’, মুখ খুললেন ঋত্বিক চক্রবর্তী

ঋত্বিক চক্রবর্তী

এসভিএভ-এর প্রযোজনায়, রাজ চক্রবর্তীর পরিচালনায় আসন্ন বড়দিনেই মুক্তি পেতে চলেছে ‘সন্তান’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সম্প্রতি ব্যস্ততার ফাঁকেই বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ঋত্বিক। বরাবরই অভিনেতার স্পষ্ট মন্তব্য। তাই এবারেও তার কোন ত্রুটি রইল না।

আড্ডায় অভিনেতাকে প্রশ্ন করা হয়, বর্তমান পরিসংখ্যানে বাংলা ছবির যেহারে কমছে তাতে অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কি সহজ? উত্তরে ঋত্বিক জানান, ‘কাজের সংখ্যা যে ভাবে কমছে, তা যথেষ্ট উদ্বেগের। প্রযোজক এবং পরিচালক, সকলেই ছবির সংখ্যা কমিয়েছেন। তাই পরিস্থিতি আরও কঠিন হয়েছে। ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে আমি চিন্তিত।’

অভিনয় জগতে নিরাপত্তাহীনতা নিয়ে ঋত্বিক বলেন, ‘অভিনয় যে অনিশ্চিত পেশা, সেটা জেনেই তো এসেছি। আমার কেরিয়ার কতটা দীর্ঘ হবে, সেই নিরাপত্তাহীনতা সারা ক্ষণই তাড়া করবে। তাই আমি আগে, না কি আমার আগে বা পরে কারা রয়েছেন— এই ধরনের কোনও প্রতিযোগিতায় না-গিয়ে চেষ্টা করি আমার রানওয়েটা যেন ২০ বা ২৫ বছরের হয়। তার দিকেই মনোনিবেশ করার চেষ্টা করেছি। কিন্তু তার পরেও সবটা তো আমার হাতে থাকে না। একটা খুবই সচল এবং কর্মব্যস্ত ইন্ডাস্ট্রিতেও অভিনেতাকে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যেতে হয়।’

ছবি প্রসঙ্গে অভিনেতা জানান, ‘মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবিতে অভিনয়ে সুযোগ পাওয়া অভিনেতা হিসেবে আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। রাজের সঙ্গেও অনেকগুলো কাজ হয়ে গেল। ওর সঙ্গে কাজ করতে খুব ভাল লাগে।’

ঋত্বিকের কথায়, চলতি বছরে আরও একাধিক সিরিজে দর্শকের মন জয় করবে অভিনেতা। সন্তান দিয়েই সেই যাত্রা শুরু করলেন ঋত্বিক।

সুত্রঃ www. anandabazar. com/