‘দু’বছর হয়ে গিয়েছে তার পরেও…’, অভিনয় জীবনে বিশেষ প্রাপ্তি মৈনাকের

মৈনাক বন্দ্যোপাধ্যায়

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজ, সিনেমাতেও কাজ করেছেন। তাকে শেষ দেখা যায় মিঠিঝোরা ধারাবাহিকে।

সবচেয়ে বেশি তিনি খ্যাতি পেয়েছিলেন জি-বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের হাত ধরে। নীল চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেন মৈনাক। ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজও ভক্তদের মন থেকে এই ধারাবাহিক মুছে যায়নি।

এবার এক ভক্তদের ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেতা। মধুরিমা নামে একজনের ম্যাজেসের স্ক্রিন শট নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন। পোস্টে দেখা যাচ্ছে মধুরিমা নামে ওই মেয়েটি অভিনেতাকে ম্যাসেজ করে লেখেন, এটা হয়তো খুবই সাধারণ একটা কথা কিন্তু আমার ঠাকুমা ইচ্ছে পুতুল ধারাবাহিকের ভীষণ বড় ভক্ত ছিলেন। আমি খুব একটা ধারাবাহিক দেখি না কিন্তু আমি ওঁকে শিখিয়ে দিয়েছিলাম অনলাইনে কীভাবে এপিসোড দেখতে হয়।’

ওই ব্যবহারকারী আরও লেখেন, ‘আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের থেকে এর গল্প অনেকটাই আলাদা ছিল। সব থেকে ভালো লাগবে আপনার অভিনয়। শুভকামনা আপনাকে।’

মৈনাক তাকে রিপ্লাই দিয়ে লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আপনার ঠাকুমাকে আমার প্রণাম জানাবেন।’ সেই পোস্ট ফেসবুকে তুলে ধরে মৈনাক লেখেন, ‘ইচ্ছে পুতুল শুরু হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। দু’বছর হয়ে গিয়েছে তার পরেও মানুষের এই ভালোবাসা, এটা যে কত বড় পাওনা একজন অভিনেতার কাছে সেটা বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ অর্ক গঙ্গোপাধ্যায়, শিল্পী মিত্র দি। থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।’