মাত্র ৩২ বছরেই সব শেষ! চলে গেলেন জনপ্রিয় ব্লগার, শোকস্তব্ধ গোটা নেটদুনিয়া

অনুনয় সুদ

মাত্র ৩২ বছর বয়সেই থামল পথচলা। অল্প বয়সেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করলেও পূরণ হল না স্বপ্ন। প্রয়াত জনপ্রিয় ট্রাভেল ব্লগার অনুনয় সুদ। অনুনয়ের মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ তার অনুরাগীরা।

অনুনয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অসংখ্য ভক্ত ও সহকর্মী ট্র্যাভেল ব্লগাররা ইনস্টাগ্রামে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন। তবে কী কারণে অনুনয়ের মৃত্যু হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

অনুনয় ছিলেন একজন ট্রাভেল ইনফ্লুয়েন্সার। সারা বিশ্ব ট্রাভেল করে মানুষকে নানা জায়গার সৌন্দর্য উপভোগ করাতেন তিনি। তার ইনস্টাগ্রামে ১৪ লাখেরও বেশি ফলোয়ার, ইউটিউবে প্রায় ৪ লক্ষ সাবস্ক্রাইবার এবং ফেসবুকে ৭.৮ হাজার ফলোয়ার ছিল।

অনুনয় সুদ

অনুনয় ইনস্টাগ্রাম তথ্য অনুযায়ী তিনি ৪৬টি দেশে ভ্রমণ করে ফেলেছেন। ২০২২,২০২৩, ২০২৪ সালে টানা তিন বছর ধরে ফোর্বস ইন্ডিয়ার শীর্ষ ১০০ ডিজিটাল তারকার তালিকায় স্থান পেয়েছিলেন অনুনয়।

অনুনয় সুদ