‘এটা একটা ব্যবসা, স্ক্রিপ্টেড অবশ্যই হয়…’, ইন্ডিয়ান আইডলের শো নিয়ে বিস্ফোরক ময়ূরীর

ময়ূরী সাহা

জাতীয় স্তরের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol)। চলতি বছর এই শো বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে প্রতিযোগীরা। প্রথমবার জয়ী হয়েছে বাংলার মেয়ে মানসী।

মানসীর পাশাপাশি এই সিজনে দর্শকের মন জয় করেছিল আরেক প্রতিযোগী ময়ূরী সাহা। দুই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হওয়ার পরেও ইন্ডিয়ান আইডল -এ অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র গোটা ভারতবর্ষের মানুষকে গান শোনানোর জন্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ময়ূরীকে জিজ্ঞেস করা হয় রিয়ালিটি শো রিল নাকি রিয়েল? এই প্রশ্নের উত্তরে গায়িকা বলেন, ‘পুরোটা স্ক্রিপ্টেড না হলেও কিছুটা তো বটেই, কারণ একটা রিয়ালিটি শোয়ের একটা এপিসোড ১ দিনে স্ক্রিপ্ট ছাড়া শুট করা সম্ভব নয়। শোয়ের ৬০ শতাংশ আসল হলেও ৪০ শতাংশ স্ক্রিপ্টেড থাকে। এটা একটা শো, একটা ব্যবসা। আর এটাকে টিকিয়ে রাখার জন্য কিছুটা স্ক্রিপ্টেড অবশ্যই হয়’।

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/bollywood/tollywood-singer-mayuri-sahas-interview-about-indian-idols-journey-52135