অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী দিতিপ্রিয়ারের বিতর্ক কেন্দ্র করে ভবিষ্যৎ অন্ধকার জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। এই সপ্তাহে এই মেগা ধারাবাহিকের টিআরপি অনেকটাই বেড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যানেল কি সিদ্ধান্ত নেবেন সেটাই দেখার।
নায়ক-নায়িকার মনোমালিন্যতেই কি বন্ধ করে দেওয়া হবে অল্প সময়ের জনপ্রিয়তা পাওয়া মেগা ধারাবাহিককে? নাকি নায়ক-নায়িকা বদল করে এগিয়ে নিয়ে যাওয়া হবে গল্প? এই বিষয়ে মুখ খুলছেন না কেউই। পুরোটাই প্রোডাকশনের হাতে।
এদিকে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় অন্য সময় প্রাইম’-এর দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমার এত বছরের কেরিয়ারে কখনও এমনটা ফেস করিনি। কাদা ছোড়াছুড়ি করতে চাইনি। তাই এতদিন চুপ ছিলাম। কিন্তু উনি ভালো কথার মানুষ নন। খুব ছোটবেলা থেকে অভিনয় করছি। খোঁজ নিলে জানতে পারবেন আমি কখনও কারও বিরুদ্ধে অকারণ কোন মন্তব্য করি না।”
ছোটপর্দার অপর্ণা আরও বলেন, ‘আমার আর কিছু করার নেই। ছেড়ে দেওয়ার জন্য তো আসিনি। কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়াচ্ছে যে দীর্ঘদিন কন্টিনিউ করতে পারব বলে মনে হয় না। আজকের পর ওই মানুষটার সামনে দাঁড়িয়ে শট দিতেও তো আমার অসুবিধা হবে। আমি অপেক্ষা করছি চ্যানেল কী সিদ্ধান্ত নেয় দেখার জন্য। আমার কথা বিশ্বাস না হলে ওঁর মেসেজের সব স্ক্রিনশট আমি প্রমাণসহ দিতে রাজি আছি।’