জয়ী, আলো ছায়া, আলোর ঠিকানা একাধিক ধারাবাহিকে করেছেন পজেটিভ চরিত্র, মিলেছিল দর্শকের প্রশংসা। তবে এখনকার চিত্র একটু আলাদা। এই প্রথমবার মিঠিঝোরা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছে দেবাদৃতা। স্বাভাবিক ভাবেই এই চরিত্রে অভিনয় করার জন্য মিলছে কটাক্ষ এবং বিরূপ প্রতিক্রিয়া।
নেগেটিভ প্রতিক্রিয়া নিয়ে এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন স্বয়ং নায়িকা। অভিনেত্রী জানিয়েছেন, জীবনে এসব ব্যাপারে তিনি মাথা ঘামায় না। জীবনে ভালো থাকা প্রধান লক্ষ্য।
তার মতে বাইরে বেরোলে সবাই ভালোবাসবে এরকমটা কিন্তু ঠিক নয়। কারো কাছে তুমি ভালো আবার করো কাছে তোমার গ্রহন যোগ্যতা নেই। যারা বিরূপ করছে তারা তাদের মতো ভালো থাকুক আর অভিনেত্রী তার মতো করে ভালো আছেন। তাই নেগেটিভ কমেন্টস মনে ধরে রাখেন না নীলু।
অভিনেত্রী আরও জানান, নীলু একটা প্রতিবাদী চরিত্র। বিয়ে নিয়ে তার সঙ্গে যা অন্যায় হয়েছে সেটা সে মেনে নিতে পারছে না কোনোভাবেই। তাই সে প্রতিশোধ নিতে চাইছে। হয়তো একদিন সে সব মেনেও নেবে।