“জীতুদার মত মানুষ থাকলে… মনে হচ্ছে এক দৌড়ে”, জিতুর হাত থেকে পুরস্কার পেয়েই বললেন নতুন অপর্ণা শিরিন

শিরিন পাল

সম্প্রতি ঘরে ঘরে বায়স্কোপ অনুষ্ঠানে ‘আর্য’ চরিত্রের জন্য ‘সেরা নায়ক’-এর সম্মান পেয়েছেন জিতু কমল। আর মঞ্চে দাঁড়িয়েই জিতু বলেন এই অ্য়াওয়ার্ড তিনি তুলে দেবেন চিরদিনই তুমি যে আমার-এর নতুন অপর্ণা শিরিন পালের হাতে। যেমন বলা তেমন কাজ।

শিরিনের হাতে ফুলের তোড়া আর অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন জিতু। এমন ছবি ভেসে উঠল জিতুর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। জিতুর হাত থেকে পুরস্কার পেয়ে স্বাভাবিক ভাবেই আনন্দিত নতুন অপর্ণা। তবে নিজের সহ অভিনেতার প্রশংসা জানাতে ভুললেন না শিরিন।

এবার জীতুর সেই পোস্টটি আবার নিজের পেজে শেয়ার করে নিলেন শিরিন। ক্যাপশনে শিরিন লেখেন, ‘নতুন পথে হাঁটা শুরু করলাম এই সেদিন, হঠাৎ মনে হচ্ছে এক দৌড়ে অনেকটা পথ এগিয়ে গিয়েছি। হয়তো এমন ধারনা ভুল। হয়তো না একেবারেই ভুল, আলবাত ভুল। কিন্ত এমন ভাবতে ভালো লাগছে।’

জিতুর প্রশংসায় শিরিন আরও লেখেন, ‘জীতুদার মতো কয়েকজন পিঠ চাপড়ে যাচ্ছে তাই জেগে জেগেও স্বপ্ন দেখতে পারছি, বিশ্বাস করতে পারছি এই চলার পথে একদিন সত্যিই অনেকটা দূর এগিয়ে যাব।’

অন্যদিকে অ্যাওয়ার্ড শো-র মঞ্চে দাঁড়িয়েই জিতু বলেছিলেন, ‘প্রতিদিন আমরা একটা যুদ্ধের মধ্য়ে দিয়ে যাই। এখন আমার সেই যুদ্ধের সঙ্গী এক শিরিন পাল। এই অ্যাওয়ার্ডটা আমি আমার তরফ থেকে ওকে দিচ্ছি। ও ফ্লোরে দাঁড়িয়ে যে লড়াইটা লড়ছে সেটা অভাবনীয়, অতুলনীয়। শুধুমাত্র আজ ওর জন্য এই অ্য়াওয়ার্ডটা হাতে তুলে নিলাম। আমার মা-ও বলত, এই অ্যাওয়ার্ডটা তুমি ওর হাতে তুলে দাও কারণ ও তোমার যুদ্ধের সঙ্গী এখন।’