নাট্যমঞ্চ থেকে রুপোলী পর্দা সবেতেই অভিনয় করে মানুষের মন জিতেছেন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। ‘বহুরূপী’ সাফল্যের পিছনে তার অবদান রয়েছে অনেকটাই। আবার বেলাশুরু, বেলাশেষে ধারাবাহিকে তার মন ছুঁয়ে যাওয়া অভিনয় আজও দর্শকের মনে রয়েছে।
‘বহুরূপী’তে তার অভিনয় দেখে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তাকে জড়িয়ে ধরেছিলেন। সম্প্রতি আনন্দ বাজার অনলাইনের এক সাক্ষাৎকারে বহুরূপী সিনেমা নিয়ে নিজের অনেক কথা তুলে ধরেন।
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তার তুলনা উঠতেই এদিন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, থিয়েটারের প্রশিক্ষণ শিখিয়েছে, সামনে যিনিই থাকুন, আমি আমার কাজ করে যাব। এ প্রসঙ্গে ছোট মুখে একটা বড় কথা বলছি। কোনও দিন বিপরীতে অমিতাভ বচ্চন থাকলেও আমার কিচ্ছু যাবে-আসবে না। কারণ, তিনিও অভিনেতা, আর আমিও ছোট মাপের হলেও অভিনেতাই। সেই জায়গা থেকে আমার যা দেওয়ার, সেটাই দেব। কোনও দিন এই বিষয়ে ফাঁকি দিইনি। এই ছবিতেও সেটাই করেছি। চরিত্রটি উপভোগ করেছি। অভিনয়ের অনেকটা সুযোগ পেয়েছি। এই ইতিবাচক দিকটিকে যত্নের সঙ্গে পর্দায় ফেরত দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তুলনা করলে খুব মুশকিলে পড়ে যাই।
সূত্রঃ anandabazar . com