পাঁচ বছর পর আবার টেলিভিশন পর্দায় ফিরছেন ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিক খ্যাত কমলিকা ওরফে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের পর সেভাবে আর ছোটপর্দায় তাকে দেখা যায়নি। যদিও সিনেমা-ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন।
কালারস বাংলার নতুন ধারাবাহিক ‘ইন্দ্রাণী’র হাত ধরে কামব্যাক করছেন এই অভিনেত্রী। এক অসমবয়সী প্রেমের কাহিনী তুলে ধরা হবে গল্পে। তিনি এক মধ্যবয়সী মহিলার ভূমিকায় মুখ্য চরিত্রে রয়েছেন। ধারাবাহিকে তিনি একজন সিঙ্গেল মাদার। যার একজন কন্যা রয়েছে। এক্ষেত্রে এই প্রথম কোনও ধারাবাহিকে নায়িকা হিসাবে রয়েছেন অঙ্কিতা।
অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী যেই সময় ধারাবাহিক করতেন, তখন ধারাবাহিকে মান অন্যরকম ছিল। ধারাবাহিকে এত অবাস্তব কাহিনী দেখানো হত না। এখন টিআরপির জন্য ধারাবাহিকে ক্রামগত ট্রাক পরিবর্তন করা হয়। এমনকি মাঝপথে টিআরপি কম থাকা ধারাবাহিকগুলিকে জায়গা ছেড়ে দিতে হয়। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীকে।
অঙ্কিতা জানায়, “আমি নির্মাতাদের কাছে জানিয়েছি টিআরপির জন্য যেন অবাস্তব কিছু না দেখানো হয়। এমনকি আমার চরিত্রটা দেখে মনে হবে না যে ধারাবাহিকের চিত্রনাট্য লেখা হচ্ছে”।