বর্তমানে যেই বাংলা ধারাবাহিকগুলি নিয়ে দর্শকের মধ্যে চর্চা শোনা যাচ্ছে, তাদের মধ্যে একটি হল ‘ইচ্ছে পুতুল’ (Icche putul)। প্রতিদিন জি-বাংলায় এই ধারাবাহিক ৯.৩০ টায় সম্প্রচারিত হয়। ধারাবাহিক প্রথমদিকে তেমন সাফল্য পায়নি। কিন্তু ধীরে ধীরে এই ধারাবাহিক দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠেছে।
বর্তমানে ধারাবাহিকে দুই নায়ক এবং এক নায়িকা। মেঘ, সৌরনীল এবং জিষ্ণু। প্রথম থেকে ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসাবে দেখানো হয়েছে নীল এবং মেঘকে। তবে সম্প্রতি মেঘের জীবনে এসেছে নতুন নায়ক জিষ্ণু।
ময়ূরী এবং রুপের চক্রান্তের শিকার হয়ে মেঘ তার স্বামী নীল এবং শ্বশুরবাড়ির সকলের কাছে ‘দুশ্চরিত্রা’র তকমা পেয়েছে। তবে এই প্রথম নয়, এর আগে বহুবার মেঘকে অপমান করেছে নীল। বারবার নিজের স্বামীর কাছ থেকেই লাঞ্ছিত হয়ে মেঘ সিদ্ধান্ত নেয় তাকে ডিভোর্স দেবে।
বর্তমানে মেঘ নিজের জীবনে এগিয়ে গিয়েছে। পড়াশুনোকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। যদিও নীলের থেকে আঘাত পাওয়ার পর সে মানসিক ভাবে ভেঙে পড়েছে সে। তবে এই সময় মেঘের জীবনে যেন দূত হয়ে এসেছে জিষ্ণু। যে মেঘকে ভালোবাসে। গল্পে দেখা যাচ্ছে, নীল নয়, বরং জিষ্ণুর সাথে মন খুলে গল্প করছে মেঘ। এমনকি মেঘের মুখে হাসিও ফোটাচ্ছে এই ছেলে। ধারাবাহিকে জিষ্ণু এবং মেঘের রসায়ন দারুণ উপভোগ করছেন দর্শকেরা।
চ্যানেলের কাছে দর্শকদের অনুরোধ, নীলের মতো কাপুরুষ চরিত্রের ছেলেকে বাদ দিয়ে জিষ্ণুকেই মেঘের নায়ক করা হোক। অধিকাংশ দর্শকের মতে, “মেঘের জন্য যোগ্য নায়ক হল জিষ্ণু। স্বামী হওয়ার মতো কোনও কর্তব্যই পালন করেনি নীল”। তাহলে দর্শকের অনুরোধে কি ‘ইচ্ছে পুতুল’-এর নায়ক হতে চলেছে জিষ্ণু?
View this post on Instagram