একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘গাঁটছড়া’। যদিও বর্তমানে ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গিয়েছে। যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, গল্পে দেখানো হয়েছে খড়ি মারা গেছে। যদিও ঋদ্ধিমান মনে করে খড়ি বেঁচে আছে।
এরপর ধারাবাহিকে গল্পে এন্ট্রি নেয় এক নতুন চরিত্র ঈশা, যাকে দেখতে হুবহু খড়ির মতো। শুধু এই মেয়েটি একজন স্মার্ট মেয়ে। তাঁর লক্ষ্য সিংহ রায় পরিবারের সর্বনাশ। তাই তাদের ব্যবসা ছিনিয়ে নিতেই কলকাতায় এসেছে সে। অন্যদিকে ঈশাকে দেখে ঋদ্ধিমানের বিশ্বাস এটাই তাঁর খড়ি। তাঁর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তাই ঋদ্ধিমার ঈশার স্মৃতি ফেরাতে বহু চেষ্টা চালাচ্ছে।
এসবের মধ্যেই ‘গাঁটছড়া’ ধারাবাহিকে এলো নতুন মোড়। গল্পে দেখা গেল মৈনাকের মা একজনের কাছে ফাঁস করল, এক বছর আগে তিনি একটি মেয়েকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর তাঁর অতীত মনে নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারবেন, মেয়েটি ঋদ্ধিমানের স্ত্রী খড়ি সিংহ রায়। অর্থাৎ ঈশাই আসল খড়ি ফাঁস হল তা। যা নিয়ে দর্শকের মনে একটা প্রশ্ন থেকেই গিয়েছিল। ধারাবাহিকে পর্দা ফাঁসে খুশি ‘গাঁটছড়া’র দর্শক।