অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে প্রথম থেকেই চর্চায়। বাদ পড়েনি তাদের সন্তানও। একসময় তার পিতৃ পরিচয় নিয়ে জলঘোলা শুরু হয়। যদিও এই সব বিতর্কে বরাবরই চুপ ছিলেন নুসরত আর যশ।
ছেলে ঈশানকে তেমন জনসম্মুখে আনেন না নুসরত। কিছুটা বর হওয়ার পরেই ছেলেকে সকলের সামনে আনেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে যশকে বলতে শোনা যায়, ‘ও নুসরতের ছেলে, আমার কিন্তু ও ছেলে না! আচমকাই যশের মন্তব্য শুনে অবাক হয়ে যান সকলে।
এরপর নুসরত পুরো বিষয়টা খোলসা করেন। নুসরত জানান, ‘ও বাবার কাছে থাকলেই প্রিন্সেস হয়ে যায়। আবার আমার সঙ্গে থাকলে হিরো’! যশ বলেন, ‘পাপা কি পরী’! নুসরতের মতে, ‘এগুলো সবই ওর ড্রামা। ফুল অন ড্রামা। আসলে অভিনয় তো রক্তে।’